Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘মশুরীখোলা আঞ্জুমানে আহ্সানিয়া বাংলাদেশের অভিষেক অনুষ্ঠিত’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সুন্নীয়াতের অগ্রযাত্রাকে বেগমান করা ও দরবার শরীফে গতকাল বিকালে বিভিন্ন কার্যাবলী সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে “মশুরীখোলা আঞ্জুমানে আহ্সানিয়া বাংলাদেশ” নামে একটি ত্বরীকত ভিত্তিক অরাজনৈতিক সংগঠনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত গদ্দীনিশিন পীর সাহেব আলহাজ্ব হযরত শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুহাম্মদ নিয়ামুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাফেজ সৈয়দ বদরুদ্দোজা জুনায়েদ। অথিতির বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন (মা:জি:আ:), আরবী প্রভাষক মাওলানা আবুল বাসার (মা:জি:আ:), মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ্ চট্রগ্রাম, মাওলানা মুর্শিদ কামাল, পীর সাহেব ঘরগাঁও দরবার শরীফ, হবিগঞ্জ, পীরে তরিকত মাহমুদুল হুদা ফরিদপুর, পীরে তরিকত বদরুল হুদা খান মানিকগঞ্জ, প্রফেসর আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন গাজী, ড. সৈয়দ শাহ্ এমরান সহ এ দরবারে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান এরফান। সভাপতির বক্ত্যবে পীর সাহেব বলেন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা দরবারের ভক্ত, মুরীদদেরকে “মশুরীখোলা আঞ্জুমানে আহ্সানিয়া বাংলাদেশ” এর মাধ্যমে এক করে আউলিয়া কেরামের আদর্শকে বাস্তবায়ন করাই মূল উদ্দেশ্য। মোনাজাতের পূর্বে সংগঠনের ৫৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৪৬ জন উপদেষ্টা পরিষদের অনুমোদন দেয়া হয়। পরিশেষে মিলাদ ও আখেরী মোনাজাতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মশুরীখোলা

১৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ