Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে লাখো মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:১৫ পিএম | আপডেট : ১২:২১ পিএম, ১৪ জুলাই, ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৃটেন ভ্রমণের প্রতিবাদে লন্ডনের রাস্তায় বিক্ষোভ করেছে কমপক্ষে আড়াই লাখ মানুষ। এতে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা জেরেমি করবিনও। যেখানে ডনাল্ড ট্রাম্পকে লাল গালিচা অভ্যর্থনা দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে সেখানে লাখ লাখ মানুষ তাকে বিক্ষুব্ধ প্রতিবাদের মাধ্যমে স্বাগতম জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৪ দিনব্যাপি বৃটেন সফরের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। ‘স্টপ ট্রাম্প’ নামক একটি সংগঠন এর আয়োজন করে।
বিক্ষোভকারীরা মধ্য লন্ডনের রাস্তায় দিনভর প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। তারা স্লোগানে স্লোগানে ডনাল্ড ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক হিংসুক স্বৈরশাসক’ বলে অভিহিত করেন। মিছিলে ‘ঈশ্বর, রানীকে ডনাল্ড ট্রাম্পের হাত থেকে রক্ষা কর’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। সাবেক মার্কিন নৌবাহিনীর নারী সেনা ট্রিক্সি মনক্স বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ২০১৬ সালে ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি বৃটেনে চলে আসেন। এখন বৃটেনে তাদের শান্তি বিনষ্ট করতে এখানে চলে এসেছেন ট্রাম্প। একইসঙ্গে তিনি ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ অভিবাসন নীতিসহ বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। ৩৯ বছর বয়সী এই নারী বলেন, ‘ডনাল্ড ট্রাম্প বিশ্বের দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন। তিনি আমাদের মিত্রদের আক্রমণ করছেন আর পুতিন যা যা চাইছেন সব দিয়ে দিচ্ছেন’। টম আগার নামের এক বিক্ষোভকারী বলেন, শুধু জাতীয়তার ভিত্তিকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের নিষিদ্ধ করার মাধ্যমে ট্রাম্প বর্ণবাদীর পরিচয় দিয়েছে।
এদিকে, বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে চেকারসে তার সরকারী বাসভবনে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে বিশেষভাবে পুনর্ব্যক্ত করেন। কিন্তু বিক্ষোভকারিরা এর প্রতিক্রিয়ায় জানান, কোনভাবেই ডনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি নিজের ইচ্ছেমতো সব কিছু করতে পারেন। তিনি শুধু যুক্তরাষ্ট্র নয় পৃথিবীর যে কোনো দেশের জন্য হুমকি। লাল গালিচা অভ্যর্থনা দেয়ায় তেরেসা মে’রও সমালোচনা করেন তারা।



 

Show all comments
  • করিম ১৪ জুলাই, ২০১৮, ৫:৩৭ পিএম says : 1
    ডনাল ট্রম অচিরেই মুসলিম বিশ্বের জন্য রহমত হিসেবে দেখা দিবে ৷ ইন-শা-আল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ