Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জড়িত তিন মডেল ও অবসরপ্রাপ্ত ৩ পুলিশকে খুঁজছে গোয়েন্দারা

পুলিশ কর্মকর্তা মামুন হত্যাকান্ড

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

পুলিশের বিশেষ শাখা এসবি’র পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাÐে কথিত তিন মডেল ও অবসরপ্রাপ্ত ৩ পুলিশ সদস্য জড়িত থাকার তথ্য পেয়েছে তদন্তের সাথে জড়িত গোয়েন্দা কর্মকর্তারা। এদের গ্রেফতারে রাজধানী ও ঢাকার বাইরে একাধিক টিম কাজ করছে। অন্যদিকে গ্রেফতারকৃত রহমতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তের সাথে জড়িত কর্মকর্তারা। পুলিশ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) খোন্দকার নুরুন্নবী জানান, ঘটনায় রহমত নামে একজনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। তার কাছ থেকে হত্যাকাÐে জড়িত সবার নাম-ঠিকানা পাওয়া গেছে। আমরা জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি। খুব শিগগিরই এই হত্যার পুরো রহস্য উন্মোচিত করা সম্ভব হবে।
ওই সূত্র আরো জানায়, তিন মডেল হলো- মেহেরুন নেসা ওরফে আফরিন, তার ছোট বোন ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা ও সুরাইয়া আক্তার কেয়া। মামুনকে হত্যার সময় এই তিনজনই বনানীর ওই ফ্ল্যাটে উপস্থিত ছিল। সন্দেহভাজন এই তিন মডেলের বিরুদ্ধে মামুনকে হত্যায় সহযোগিতা ছাড়াও ফাঁদ পেতে অশ্লীল ছবি তুলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, গুলশান-বনানী কেন্দ্রিক এ চক্রটিতে ১০-১২ জন সদস্য রয়েছে। চক্রের অন্যতম সদস্য হলো এ তিন তরুণী। আফরিন, কেয়া ও মাইশা বিভিন্ন লোকের সঙ্গে সখ্য গড়ে তুলে তাদের বনানীর ওই ফ্ল্যাটে নিয়ে যেতো। নানারকম পার্টি করার আড়ালে তাদের অন্তরঙ্গ ছবি তুলে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল এই চক্রের কাজ। কেয়া এ চক্রের অন্যতম সদস্য শেখ হৃদয় ওরফে আপনের দ্বিতীয় স্ত্রী। তারা তিনজনই শোবিজ মিডিয়ায় তৃতীয় শ্রেণির মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করে। তিন কথিত মডেলসহ এ প্রতারকচক্রের সঙ্গে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক তিন সদস্যও জড়িত। মূলত তারাই ‘টার্গেট’ ব্যক্তিকে মারধর এবং নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অর্থ আদায় করতো। এ তিনজনের মধ্যে আতিক অন্যতম বলে জানিয়েছেন এক গোয়েন্দা কর্মকর্তা। আর স্বপন ও মিজান তাকে সহযোগিতা করতো। এ তিনজনের মধ্যে স্বপনের অবস্থান শনাক্তের পর নজরদারি করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ