Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেভেন টিউনসের ব্যানারে তাহসানের নতুন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

একাধারে অভিনেতা, গায়ক, মডেল ও শিক্ষক তাহসান খান। নিজের কাজের সব সেক্টরেই জনপ্রিয় তিনি। কলকাতার নায়িকা শ্রাবন্তীকে নিয়ে ‘যদি একদিন নামের’ একটি সিনেমায়ও অভিনয় শেষ করেছেন। ফলে গানে তার খুব একটা সময় হয়ে উঠে না। তবে বছরের শুরুতে একটি গান প্রকাশ করেছেন তাহসান। গানটি বেশ জনপ্রিয়তাও পায়। আবারও নতুন গান প্রকাশ হচ্ছে এ শিল্পীর। গানের শিরোনাম ‘একলা হতে চাই’। নিহার আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান ও মিউজিক করেছেন সাজিদ সরকার। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে আগামী ২০ জুলাই প্রকাশ পাবে গানটি। প্রতিষ্ঠানটির কর্ণধার পারভিন সুলতানা জানিয়েছেন, আপাতত গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে। এর শিগগিরই গানটির ভিডিও প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘গানটির সুর ও সঙ্গীত ভালো হয়েছে। আমি যে ধারার গান করি এ গানটিও সে ধারার। তবে কিছুটা ব্যতিক্রম থাকছে। গানটি শোনলেই শ্রোতারা এ ভিন্নতা খুঁজে পাবেন। আর সেভেন টিউনস একটি নতুন লেভেল। আশা করি প্রতিষ্ঠানটি আগামীতে আরও ভালো ভালো গান শ্রোতাদের উপহার দেবে।’ এর আগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘কসম’ গানটির মাধ্যমে যাত্রা শুরু করে সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট। গানটি বেশ জনপ্রিয়তা পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহসান

২০ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ