Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাকারদের কবলে তারকাদের ফেসবুক আইডি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

তারকাদের একের পর এক ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়ছে। শোবিজে নতুন আতঙ্কের নাম ওল্ড ম্যাক্সট্যান। পর পর কয়েকজন তারকার ফেসবুক আইডি নিজেদের নিয়ন্ত্রণে নেয় হ্যাকারের দলটি, পরে ফেরতও দেয়। যার সর্বশেষ শিকার চিত্রনায়ক আরিফিন শুভ। ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেওয়ার পর শুভর ওয়ালে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি নোটিশ ঝুলিয়ে দেয়া হয়, সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্য ওল্ড ম্যাক্সট্যান দ্বারা বাংলাদেশের অন্যতম নায়ক আরিফিন শুভর আইডি হ্যাক করা হয়েছে। উনার আইডি ইনসিকিউরড থাকায় আমরা অনেক চেষ্টা করেছি উনার সাথে যোগাযোগ করার জন্য। তাই বাধ্য হয়ে এই স্টেপ নিয়েছি। খুব শিগগিরই উনার অ্যাকাউন্ট ব্যাক করে দেওয়া হবে। চিন্তা বা হয়রানির প্রয়োজন নাই। এর আগের দিন হ্যাক হয় অভিনেতা সিয়াম আহমেদের আইডি। প্রায় ৯ ঘণ্টা পর আইডি ফেরত দেয় হ্যাকাররা। গত ৩ জুলাই সংগীতশিল্পী মিনার রহমান ও ৬ জুলাই অভিনেত্রী মিথিলা একই ঘটনার শিকার হন। এছাড়া এপ্রিলে দ্বিতীয়বারের মতো নায়িকা শবনম বুবলির আইডি এবং দ্বিতীয়বারের মতো ইউটিউবার ও অভিনেতা সালমান মোক্তাদিরের পেজ ফেসবুক থেকে মুছে দেয় ওল্ড ম্যাক্সট্যান। বুবলির আইডি হ্যাকের পর ওল্ড ম্যাক্সট্যান টিম নিজেদের ফেসবুক পেজে জানায়, এই জায়গায় অন্য দেশের হ্যাকাররা বুবলি আপুর আইডিতে আক্রমণ করলে কী করতেন? আমরা শুধু দেশের সবার সিকিউরিটি নিশ্চিত করার জন্যই এমন কাজের উদ্যোগ নিয়েছি। যা পেজে আগে থেকেই ঘোষণা দেয়া হয়েছে। সকল মিডিয়ার উচিত ছিল এই হ্যাক উদাহরণ দেখিয়ে অন্যান্য সেলিব্রিটিদের সাবধান করা। সবার কাছেই এই অনুরোধ রইল যাতে সতর্ক থাকেন আরো সিকিউরিটির জন্য। প্রয়োজনে পাশে আছে ওল্ড ম্যাক্সট্যান। এদিকে শুভর আইডি হ্যাকের পর ওল্ড ম্যাক্সট্যানের পেজে বলা হয়, আপনাদের কথা দিয়েছিলাম, আমরা ৬ মাসের মধ্যে বাংলাদেশের সাইবার ¯েপসকে সুরক্ষার জালে বেঁধে রাখবই এবং তা আমরা করে যাচ্ছি তা নিয়ম মত। আরিফিন শুভ ভাই বর্তমানে বাংলাদেশের কয়েকজন তারকার মধ্যে অন্যতম একজন। এক্সপেরিমেন্টটি যাতে সফলভাবে করতে পারি তার জন্য দোয়া করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ