Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেরাই নির্মাণ করলেন সড়ক

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:৩৬ এএম

মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের মহম্মদপুর-আলফাডাঙ্গা সড়কে প্রায় ৩শ মিটার রাস্তা। এতে চরম দুর্ভোগে পড়ে উপজেলার চরপাচুড়িয়া, পাচুরিয়া, বাঁশতল, দেউলি, জুগিবরাটসহ ১০টি গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ। নানা সময় রাস্তাটি পুনঃনির্মাণের জন্য এলাকার রাজনীতিবিদ, সরকারি আমলাদের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। 

অবশেষে এলাকাবাসি নিজেরাই রাস্তা তৈরীর উদ্যোগ নেয়। নদী থেকে বালু তুলে নির্মাণ করেণ প্রায় ৩০০ মিটার সড়ক। গত ২ দিন ধরে এলাকার কিশোর ও যুবকেরা রাস্তার নির্মাণ কাজ করে সম্পন্ন করেন।
চরপাচুড়িয়া গ্রামের আসাদ, সাহেব আলীসহ বেশ কয়েকজন যুবক জানান, এলাকাবাসির দুর্ভোগ লাঘব করার জন্য তারা স্থানীয় লোকজন মধুমতি নদীর চর থেকে বালু তুলে রাস্তা ভরে রাস্তাাটি পুনঃনির্মাণ করে চলাচলের উপযুক্ত করে তুলছেন। রাস্তাটি দিয়ে কয়েক হাজার স্কুল কলেজের শিক্ষার্থীসহ অন্তত ১০টি গ্রামের লোকজনের চলাচল করে। জনসাধারনের চলাচলের সুবিধার্থে কোন উপায়ান্তর না পেয়ে নিজেরাই এলাকাবাসির সহায়তায় সড়ক তৈরী করেন।
এ ব্যাপারে মহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবেয়া বেগম জানান, তিনি মাত্র ২ মাস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এখনও সব জায়গার উন্নয়ন কাজে হাত দিতে পারেননি।
ওই এলাকাটি নদীর বিপরীত পাশে ও প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় অবহেলিত রয়ে গেছে। নতুন পরিষদের পক্ষ থেকে দ্রæত ওই এলাকায় উন্নয়ন কাজ করা হবে। তবে ওই এলাকাবাসির স্বেচ্ছাশ্রমের সদিচ্ছাকে তিনি ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ