Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলনকশার নির্বাচন আর হবে না চট্টগ্রামে ওবায়দুল কাদের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাসহ সব কাজ নির্বাচন কমিশন করবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক ২০০১ সালের মতো নীলনকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের পটিয়ার কচুখাইনে বাইপাস সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য ও সরকারের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্যোগ নেওয়ার কোনো বিষয় নেই। উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাসহ সব নির্বাচনী কাজ করবে কমিশন। এখানে সরকারের করণীয় কিছু নেই। নির্বাচন কমিশন কোনো সহযোগিতা চাইলে সরকার শুধু সেই সহযোগিতা দেবে। নির্বাচনের বছরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের ভারত সফর নিয়েও কথা বলেন কাদের। ওবায়দুল কাদের বলেন, বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানে গেলেও, বিএনপি নেতারা নিজেদের ইচ্ছায় সেখানে গেছেন। নির্বাচন নিয়ে আমরা ভারত সফর করিনি। বিজেপির সেক্রেটারি জেনারেল রামমাধব আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের কারণে আমার নেতৃত্বে একটি টিম ভারতে গিয়েছিল। তবে সেখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতে আমরা পার্টি টু পার্টি, পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা বলেছি। আমরা আমাদের ইন্টারেস্ট নিয়ে কথা বলেছি। স¤প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ভারত সফর ‘সেমি গভর্নমেন্ট পর্যায়ের’ ছিল উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা বিজেপির কোনো সম্পর্ক নেই।
নির্ধারিত সময়ের ছয় মাস আগেই পটিয়া বাইপাস নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৫ দশমিক ২ কিলোমিটারের এই বাইপাস নির্মাণের সময়সীমা আগামী বছরের জুন মাস পর্যন্ত হলেও তার ছয় মাস আগে জানুয়ারিতে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে সড়কের সেতু, কালভার্ট নির্মাণ শেষ হয়েছে বলে জানান মন্ত্রী। এদিকে বহদ্দার হাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত ছয় লেইন সড়ক ও মইজ্জ্যারটেক থেকে ওয়াই জংশন পর্যন্ত চার লেইন সড়কের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে বলেও জানান তিনি। এই সড়কগুলোর মধ্যে ছয় লেইন সড়কে চারটি সেতু ও একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। আর চার লেইন অংশে সাতটি কালভার্ট ও দুইটি ওভারপাস নির্মাণ প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের

৭ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ