Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঁচ কোম্পানির দরবৃদ্ধি অস্বাভাবিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এগুলো হলো-ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস্ এবং অ্যাডভেন্ট ফার্মা।
১৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারদর ৩০ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৩৬ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ২১ শতাংশ বেড়েছে।
৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ২৯ টাকা ৬০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর পাঁচ টাকা ১০ পয়সা বা ২১ শতাংশ বেড়েছে।
৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৫৩ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ২২ শতাংশ বেড়েছে।
১৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত সাফকো স্পিনিং মিলসের শেয়ার দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ২০ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে।
৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড শেয়ার দর ৩১ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৪০ টাকা ১০ পয়সায় পৌঁছায়। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ২৬ শতাংশ বেড়েছে।
পাঁচ কোম্পানির শেয়ারদর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই।
কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ