Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ১৫ জামায়াত শিবিরকর্মী আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা নামোটোলা এলাকার একটি মসজিদে দলীয় বৈঠক করাকালে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ হতে বেশকিছু দলীয় বই জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার বিনোদপুর এলাকার মৃত শুকুরুদ্দিনের ছেলে আবু বক্কর ওরফে জেন্টু (৪০), মর্দানা গ্রামের মৃত তোসলিম উদ্দিনের ছেলে ইকবাল মাষ্টার (৪৪), একই গ্রামের মৃত বাহার আলীর ছেলে হুমায়ন কবির টিপু (৪৯), মৃত ইসলাম মন্ডলের ছেলে নজরুল ইসলাম নজু (৩৬), সৈকত আলীর ছেলে সেলিম রেজা (২৫), মৃত নঈমুদ্দিন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪০), মৃত পেশতার আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন ওরফে কানু (৫৫), মৃত আবদুর রাজ্জাকের ছেলে আলম (৫০), ভুলু মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৩৮), মৃত ইসলাম আলীর ছেলে দেলজাহান ওরফে ঝড়– (৬৫), মৃত কায়েশ উদ্দিনের ছেলে আবদুল লতিফ (৫২), আবেদ মন্ডলের ছেলে ভাদু (৫০), আবদুল কাইয়ুমের ছেলে আবদুর রশিদ ওরফে ওহাব (৩৬), মৃত করিম মন্ডলের ছেলে আবু বক্কর ওরফে মন্টু (৪৫), মৃত ইসমাইলের ছেলে একবর আলী (৪২)। শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান জানান, বুধবার রাতে মর্দানা গ্রামের নামোটোলা জামে মসজিদে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মী জড়ো হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে- এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় কিছু দলীয় বইসহ ১৫ জনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবির


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ