Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেশওয়ারে তালেবান হামলায় নিহত ২০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশওয়ারের নির্বাচনি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পাকিস্তান তালেবানের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, তাদের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় রাজনীতিক হারুন বিলোয়ার রয়েছেন। স্থানীয় পুলিশ প্রধানের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার আওয়ামী ন্যাশনাল পার্টি-এএনপি’র নির্বাচনি প্রচারণামূলক সমাবেশে হামলায় কমপক্ষে আরও ৬৩ জন আহত হয়েছেন। হারুন বিলোয়ার আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রার্থী ছিলেন। তার বাবাও এএনপি’র বড় নেতা ছিলেন। ২০১২ সালের আরেক আত্মঘাতী হামলায় তিনি নিহত হন। হারুন প্রায় ২০০ সমর্থকের উদ্দেশে বক্তব্য দেওয়ার উদ্দেশে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা শাফকাত মালিক ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে এটি একটি আত্মঘাতী হামলা। হারুন বিলোয়ারই এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আল-জাজিরার প্রতিবেদক কামাল হায়দার বলেন, বিলোয়ার একটি জনবহুল ও সরু এলাকায় পৌঁছানোর পরই এই হামলার ঘটনা ঘটে। সিএনএন, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ