Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টুপিড কর্মকর্তাদের এড়িয়ে চলুন

রাশিয়ার কাছে জিম্মি হয়ে পড়েছে জার্মানি : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

হোয়াইট হাউজের কর্মকর্তাদের ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউজের ‘স্টুপিড’ কর্মকর্তাদের এড়িয়ে চলতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, দুই নেতার ফোনালাপ যাতে না হতে পারে সেজন্য এসব ‘স্টুপিড’ কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাতে এ তথ্য জানা গেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এমন মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন এই গণমাধ্যমটি জানাচ্ছে, উভয় নেতার মধ্যে কথোপকথনের সময় তাদের ফোনালাপের সঙ্গে জড়িত হোয়াইট হাউজের কর্মকর্তাদের ‘স্টুপিড’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়েই বিতর্কের সৃষ্টি করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্লিন ও মস্কোর মধ্যে গ্যাস নিয়ে যে চুক্তি হয়েছে তাকে তিনি অসঙ্গত বলে আখ্যায়িত করেছেন। আক্রমণ শানিয়েছেন জার্মানি ও রাশিয়ার প্রতি। তিনি দু’দিনের ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস পৌঁছেই বলেন, জার্মানি হলো রাশিয়ার কাছে জিম্মি (ক্যাপটিভ)। ক্ষুব্ধস্বরে তিনি এমন সমালোচনা করেন। এতে বলা হয়, অন্য বিশ্বনেতারা ব্রাসেলসে পৌঁছার আগেই বুধবার ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গের সঙ্গে সকালে নাস্তার টেবিলে দার কণ্ঠ ধারালো করেন। এ সময় তিনি অন্য দেশগুলোতে তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির তাগিদ দেন। ট্রাম্পের এমন সব মন্তব্যে এবার ন্যাটো সম্মেলনেও বিরূপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সমুহ আশঙ্কা দেখা দিয়েছে। তিনি এবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস পৌঁছে প্রথমেই টার্গেটে পরিণত করলেন জার্মানিকে। এ সময় তিনি বলেন, রাশিয়ার সঙ্গে জার্মানি যে গ্যাস চুক্তি করেছে তাতে বার্লিন পুরোপুরি মস্কোর নিয়ন্ত্রণে চলে গেছে। তার ভাষায় আমি যতদূর জানি, জার্মানি রাশিয়ার কাছে জিম্মি হয়ে পড়েছে। কারণ, তারা রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি পাচ্ছে। আমরা জার্মানিকে রক্ষা করতে প্রস্তাব করেছিলাম। কিন্তু তারা গ্যাস কিনছে রাশিয়ার কাছ থেকে। বিষয়টি ব্যাখ্যা করুন। এটার কোনো ব্যাখ্যা করা যায় না। কারণ, তারা রাশিয়াকে গ্যাস কেনা বাবদ শত শত কোটি ডলার বিল দিচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আমাদের উচিত জার্মানির পক্ষ নেয়া। ওই নাস্তার টেবিলে ট্রাম্পের এমন মন্তব্যে হতবিহŸল হয়ে পড়েন ন্যাটো মহাসচিব। এ সময় তিনি ট্রাম্পকে ন্যাটোর অভিন্ন উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেন। জেনস স্টোলটেনবার্গ তাকে বলেন, ন্যাটো হলো ২৯টি জাতির জোট। এর মধ্যে মাঝে মধ্যে কিছুঠা পার্থক্য আছে। দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে। কিছু অমতও থাকবে। দ্য স্পুটনিক, স্কাই নিউজ অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ