Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সুদীপ্ত হত্যা মামলায় ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

 নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নগরীর লালখান বাজারের বাঘঘোনা একে খান স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- রাজীবুল ইসলাম রাজীব (২১) ও মামুনর রহমান রাব্বী (২০)। ডিবির সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, সুদীপ্ত হত্যা মামলায় এর আগে ফয়সাল নূর পাপ্পুর জবানবন্দির ভিত্তিতে রাজীব ও রাব্বীকে গ্রেফতার করা হয়। সুদীপ্ত হত্যার ঘটনায় এ নিয়ে মোট আটজনকে গ্রেফতার করল পুলিশ।
গত বছরের ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। নগর আওয়ামী লীগের মরহুম সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্তকে হত্যার জন্য নেতাকর্মীরা লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের দায়ী করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ