Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বিজেপির জনপ্রিয়তায় ভাটা, হতে পারে আগাম নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

ভারতের ক্ষমতাসীন দল- বিজেপি প্রতিদিনই জনপ্রিয়তা হারিয়ে নিম্নগামী হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার এক বিশ্লেষণে এ কথা বলা হয়। ভারতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয় ওই বিশ্লেষণে। নয়া দিল্লি থেকে লেখা রোববার প্রকাশিত ‘একটি সংবাদ বিশ্লেষণ’ শীর্ষক ওই নিবন্ধে বিজেপির এ অবস্থার জন্য লিঞ্চিং (গণপিটুনিতে নিহতের ঘটনা) ও মুদ্রা নোট বাতিলকরণ নীতি ও জিএসটি প্রবর্তন অর্থনৈতিকভাবে ততটা সফল না হওয়াকে দায়ি করা হয়। নিবন্ধে বলা হয়, প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি যেভাবে জনপ্রিয়তা হারাচ্ছে তাতে সাধারণ নির্বাচন এগিয়ে নিয়ে আসা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে স¤প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনগুলোতে উপর্যুপরি পরাজয়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। লোকনীতি-সিএসডিএস পরিচালিত সা¤প্রতিক জরিপের কথা উল্লেখ করা হয় বিশ্লেষণে। জরিপে দেখা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা দ্রæতবেগে কমছে। উত্তর প্রদেশ, বিহার, রাজস্তান ও পশ্চিমবঙ্গে স¤প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে নিবন্ধে বলা হয়, উপনির্বাচনে বারবার হেরে যাওয়া থেকে এটা ভালোভাবেই বুঝা যাচ্ছে যে ক্ষমতাসীন দলটি দেশের ভোটারদের কাছ থেকে কঠোর ‘ইনকমবেন্সি ফ্যাক্টরের’ সম্মুখীন হয়েছে। নিবন্ধে বলা হয়, সা¤প্রতিক উপনির্বাচনে বিজেপির খারাপ ফলাফল করার কারণগুলো সংক্ষেপে বলা যায়: গণপিটুনিতে দলিত ও সংখ্যালঘু স¤প্রদায়ের সদস্যদের হত্যা, বিশেষ করে গো-মাংস নিয়ে বিতর্কে মুসলমানরা গণপিটুনির শিকার হচ্ছে এবং মুদ্রানোট বাতিল ও জিএসটি’র মতো অর্থনৈতিক নীতি সফল হয়নি। দলিত ও নিম্নবর্ণের মানুষের মাঝে জনপ্রিয়তা হারানোর কারণে বিজেপি উদ্বিগ্ন বলে স¤প্রতি ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের এক প্রচ্ছদ প্রতিবেদনেরও উল্লেখ করা হয় সিনহুয়ার বিশ্লেষণে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ