Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ গ্রেফতার ৩

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করার সময় পুলিশ ৩ জনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো রামদা, দুটি বড় ছোড়া ও একটি ফিকল উদ্ধার করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, ১০/১২জনের একটি ডাকাতদল সশস্ত্র ডাকাতদল ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরই প্রেক্ষিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় উল্লেখিত ৩ ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। পরিকল্পনার এ ব্যাপারে এসআই আক্তারুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার দুপুরে ধৃত ডাকাতদেরকে আদালতে সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ