Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ওসমানীনগরে ৪ মণ নিষিদ্ধ কারেন্ট জাল আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ৭:১৪ পিএম

সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ৪ মণ কারেন্ট জাল আটক করা হয়েছে। আটককৃত জাল পরবর্তীতে উপজেলা ভবনের সামনে খোলা জায়গায় পুড়িয়ে ফেলা হয়।
জানা যায়, রোববার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে গোয়ালাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের একাধিক জালের দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত ১৬০ কেজি (প্রায় ৪ মণ) কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে ছিলেন ওসমানীনগর থানার এসআই নোমানুল হকসহ একদল পুলিশ।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, সিলেট জেলা পুলিশ সুপারে সহযোগিতায় ও জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারেন্ট জাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ