Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্র-জনতার ইতিহাস হয়তো দাবি আদায়-নয়তো গণঅভ্যুত্থানের পূর্বাভাস -জাগপা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:২৩ এএম

কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী ছাত্রলীগের সশস্ত্র হামলায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এখন হুমকির মুখে দাবি করে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেছেন, অধিকার কেড়ে নিয়ে এবং হামলা চালিয়ে ছাত্র-জনতাকে রুখা যাবে না। মনে রাখবেন, ছাত্র-জনতার ইতিহাস হয়তো দাবি আদায়-নয়তো গণঅভ্যুত্থানের পূর্বাভাস।
গতকাল শনিবার সকালে রাজধানীর আসাদ গেট জিইউপি মিলনায়তনে কোটা সংস্কার আন্দোলনরত ছাত্রদের উপর আওয়ামী ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত সভা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুৎফর রহমান বলেন, কোটা আন্দোলন ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন। ছাত্রলীগ দিয়ে হামলা বন্ধ করুন। আওয়ামী ছাত্রলীগের বর্বরোচিত হামলায় জাতি হতবাক। সুতরাং ছাত্র লীগকে ক্ষমা করা যাবে না। তাদের এখনই রুখতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার রাষ্ট্র ও জনগণের উপর জুলুম চালাচ্ছে। গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, সুষ্ঠু পরিবেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, যুব জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ রহমান, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় সদস্য আহমদ শফি, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু, মহানগর সহ সভাপতি মেহেদী হাসান, যুব জাগপার নেতা বিপুল সরকার, শাহাবুদ্দিন সাবু, মোহাম্মদ সাগর, আসাদুজ্জামান নূর প্রমুখ। ###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ