Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলছে ঘরোয়া প্রচারণা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বরিশাল সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচারনার পাশাপাশি বাসভবনেও নেতা-কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখছেন। নিরব প্রচারনার ক্ষেত্রে কাউন্সিলরদের চেয়ে মূল দুই মেয়র প্রার্থীই যথেষ্ঠ সক্রিয়। এখন পর্যন্ত বরিশাল মহানগরীতে ভোটের একটি পরিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশ বিরাজ করলেও ভোটারদের মনে খুলনা ও গাজীপুরের অভিজ্ঞতার আলোকে নানা সংশয় কাজ করছে। ভোটারদের আকাংখা যে দলের প্রার্থীই বিজয়ী হোকনা কেন, সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে । কারন ২০০৮-এর জাতীয় নির্বাচন ও ২০১৩-এর সিটি নির্বাচনের পরে বরিশাল মহানগরবাশী কোন ভোট কেন্দ্রে যায়নি। ২০১৪-এর বিতর্কিত জাতীয় নির্বাচনে বরিশাল সদর আসনের প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন। তার মৃত্যুর পরে ঐ আসনের উপ-নির্বাচনেও ভোট দিতে পারেনি বরিশালবাশী। এসব বিবেচনায় ৩০ জুলাই-এর বরিশাল সিটি নির্বাচনে ভোটধিকার প্রয়াগের আকাংখা রয়েছে নগরবাশীর। এছাড়াও এবারের সিটি নির্বাচনে মহানগরীতে প্রায় ৩২ হাজার নতুন ভোটারের মধ্যেও একটি ভোট দেয়ার সুযোগ লাভের প্রত্যাশা প্রবল।
এদিকে বরিশালে ২০দলীয় জোটের সিদ্ধান্তের বাইরে খেলাফত মজলিসের একজন প্রার্থী দলের হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও গতরাতে বিষয়টি নিয়ে মহানগর বিএনপি সভাপতি ও জোটের প্রার্থী মুজিবুর রহমান সারোয়ারের বাসভবনে সভা হয়েছে। আজকালের মধ্যেই বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্ত প্রত্যাশা করছে ২০দলীয় জোট। আগামীকাল বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মহাজোট প্রার্থী সাদিক আবদুল­াহ গতকাল নগরীর চর জাগুয়া এলাকায় সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করে অনানুষ্ঠানিক প্রচারনায় ছিলেন। নগরীর কালীবাড়ী রোডের বাস ভবনেও তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তার বাসায় নেতা-কর্মীদের ভীড়ও তত বাড়ছে।
অপরদিকে ২০দলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার গতকাল নগরীতে বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় সংবাদপত্র অফিসে গিয়ে গনমাধ্যম কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি নগরীর সার্কুলার রোডের একটি মসজিদে আসর নামাজ আদায়ের পরে স্থানীয় সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। দিনের অবশিষ্ট সময় নিজের বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। গতরাতে খেলাফত মজলিসের সাথেও বৈঠক করেছেন মহানগর বিএনপি সভাপতি মুজিবুর রহমান সারোয়ার। মনোনয়ন ফিরে পাবার পরে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসও নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারন মানুষের সাথে কথা বলছেন। ১০জুলাই প্রতিক বরাদ্বের পরে সব প্রার্থী আনুষ্ঠানিক প্রচারনায় নামবেন বলে আশা করা যাচ্ছে। নির্বাচন কমিশনের বিধি মেনে পোষ্টার সাটানোর প্রস্তুতিও ইতোমধ্যে চুড়ান্ত করেছেন সব প্রার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ