Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নানা আয়োজনের মধ্যদিয়ে যাত্রার ২৩ বছর পালন করে ঢাকা ব্যাংক। সকালে ব্যাংকের কর্র্পোরেট অফিসে এবং সকল শাখায় ছিল মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল-কে ১ কোটি ১০ লাখ টাকা, পিএফডিএ-ভোকেশনাল ট্রেইনিং সেন্টার ট্রাস্ট-কে ২৪ লাখ টাকা এবং সিড (বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয়) ফাউন্ডেশন-কে ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়। এ ছাড়া ঢাকা ব্যাংক গুলশান পার্কে ‘টোডলারস্ জোন’ এর উদ্বোধন করে। এ ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে বাস্কেটবল ফেডারেশন-কে ঢাকায় দুইটি আন্তর্জাতিক টুর্ণামেন্ট আয়োজনের জন্য স্পন্সরশীপ বাবদ দুটি চেক (১০ লাখ টাকা এবং ৫ লাখ টাকা) প্রদান করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল এর চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, সিড এর চেয়ারপারসন রঞ্জন কর্মকার, পিএফডিএ-ভোকেশনাল ট্রেইনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসেস সাজিদা রহমান ড্যানি, গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ড. এটিএম শামসুল হুদা, বাস্কেটবল ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল এ, কে, সরকার-সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ