Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবি অভিযানে ৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩১ কোটি ১৯ লক্ষ ০৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দ মাদকের মধ্যে রয়েছে ১,৭৯,০৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,৮১৭ বোতল বিদেশী মদ, ১৪৭ লিটার বাংলা মদ, ২,৮৪৮ ক্যান বিয়ার, ১৯,৬৭৪ বোতল ফেনসিডিল, ১,৫৬৫ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, ১,৭১৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১১,৮৩৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১০,১৩,০২০টি অন্যান্য ট্যাবলেট। অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ১০টি স্বর্ণের বার, ৫,৯৮৮টি শাড়ি, ২,০২৬টি থ্রীপিস/শার্টপিস, ৩৪,১৩৩ মিটার থান কাপড়, ১৮,৪১৯টি তৈরী পোশাক, ১,০৮১ টি গাড়ীর যন্ত্রাংশ, ৩ টি পিকআপ, ৩ টি ট্রাক, ১২ টি সিএনজি চালিত অটোরিক্সা, ৫০ টি মোটর সাইকেল, ৪,৮৬০ ঘনফুট কাঠ এবং ৬ হাজার ১০৭ কেজি চা পাতা।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৪ টি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ২০ রাউন্ড গুলি এবং ৯ টি ম্যাগজিন। বিজিবি অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ০৪ জন ভারতীয় নাগরিককে আটক করে ৩ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর এবং ১ জনকে থানায় সোর্পদ করা হয়েছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোরাচালান

৮ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ