Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন্দুয়ায় অপহৃত ছাত্রীকে উদ্ধার

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 অপহরণের ১২ দিন পর কেন্দুয়া থানা পুলিশ গত বৃহস্পতিবার মোহনগঞ্জ পৌর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রীকে উদ্ধার করেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার নওপাড়া গ্রামের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী গত ২৩ জুন সকাল অনুমান ৯ টার দিকে নওপাড়া উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় আটপাড়া উপজেলার কাইতউড়া গ্রামের আপমিয়া গোলামের ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালক বাবু মিয়া (২২) ও তার সহযোগী সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে নওপাড়া এলাকার দূর্গাপুর পাকা রাস্তার উপর থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার বড় ভাই বাদী হয়ে বাবু ও সাগর মিয়াকে আসামী করে ২৪ জুন কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ