মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উইল্টশায়ারে নতুন করে এক যুগল নার্ভ এজেন্ট এর শিকার হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে ‘বর্বর, অমানবিক এবং বেপরোয়া’ বিষ প্রয়োগের অভিযোগ করেছে যুক্তরাজ্য। ‘যুক্তরাজ্যকে আঁস্তাকুড়ের মতো বিষ প্রয়োগের ক্ষেত্র হিসাবে রাশিয়া ব্যবহার করছে’ অভিযোগ করে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন। ওদিকে, যুক্তরাজ্যের অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলেছে, টেরিজা মে সরকার তাদেরকে নরকে ঠেলে দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ পুলিশকে ‘নোংরা রাজনৈতিক খেলায়’ না মাতার আহŸান জানান এবং বলেন, লন্ডনকে রাশিয়ার কাছে ক্ষমা চাইতে হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত। খবরে বলা হয়, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিক ব্যবহৃত হয়েছিল সেই একই নার্ভ এজেন্ট নোভিচকের ক্রিয়ায় উইল্টশায়ারের ওই যুগলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার পার্লামেন্টে এক ভাষণে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জাভিদ বলেন, এ ঘটনায় স্ক্রিপাল ও তার মেয়েকে বেপরোয়া হত্যা চেষ্টার সেই স্মৃতি জেগে উঠবেই। এ বছরের শুরুর দিকে যেটি ঘটেছিল। তিনি আরো বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা চলার কারণে বিশ্বের দৃষ্টি এখন রাশিয়ার দিকে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।