রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী পালিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সোহাগপাড়া গৌর মার্কেট এলাকার ছয়তলা ভবনের তয় তলায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম ঝলমল রানী (৩২)। হত্যার পর স্বামী প্রাণকৃষ্ণ পালিয়ে গেছে। প্রাণকৃষ্ণের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ীর উপজেলার সন্যাভিটা গ্রামে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রী, দুই কন্যা সন্তান নিয়ে সোহাগপাড়ার ওই ভাড়া বাসায় থেকে মির্জাপুরের ধেরুয়া এলাকায় অবস্থিত নাসির গ্রæপ ফ্যাক্টরীতে চাকুরী করতেন। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোর রাতে স্বামী দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহত ঝলমলের ছোট বোন স্বপ্না রাণী জানান, তার বোন ও বোন জামাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক তদন্ত শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।