Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক পার্টনারশিপ

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক পার্টনারশিপ। নাটকটি বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ঈমন। ৫২ পর্বের এই ধারাবাহিকের একটি বিশেষত্ব হচ্ছে, প্রতি ৪-৫ পর্ব পরপর এই নাটকের গল্প বদলে যায়। নির্মাতা বলেন, আমাদের খুবই চেনা কিছু সমস্যা, যেগুলোর কোনো সমাধান আমরা করি না এবং যার কারণে সমস্যাগুলো আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ হয়ে যায়, সেরকম কিছু সমস্যা ও তা সমাধানের নাটকীয় রূপ নিয়ে প্রতি ৪-৫ পর্ব পরপর এই নাটকের গল্পগুলো বদলাতে থাকবে। কিছুটা বিকল্প উপায়ে কিভাবে আমাদের খুব চেনা সমস্যাগুলোর সমাধান করতে পারি এটাই মূলত এই নাটকের মূল বিষয়বস্তু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকি, আফনান হোসেন, এ কে আজাদ আদর, শাহলা খানম নাদিয়া, কচি খন্দকার, ইকবাল হোসেন, সিয়াম নাসির, সৈয়দ জামান শাওন, অন্নেশা, আশরাফুল আশিস, ফারগানা মিল্টন, যুবরাজ ফারুক, শাহানা আফরোজ স্বর্ণা, অনামিকা ইমি, রবিউল হাসান, শাহান এ এইচ এম, হায়াতুজ্জামান খানসহ আরো অনেকে। এছাড়াও প্রতি ৪-৫ পর্ব পরপর গল্প বদলে যাওয়ার কারণে নাটকে পর্যায়ক্রমে আরো অনেক অভিনয়শিল্পী যুক্ত হতে থাকবেন। নাটকটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হক। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কে এইচ শাফায়েত হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক

২৯ অক্টোবর, ২০২২
২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ