Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা সঙ্কট নিরসনে পাশে থাকবে মালয়েশিয়া -মালয় প্রতিরক্ষামন্ত্রী-হাজি মোহাম্মদ বিন সাবু

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: শহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবুরের সঙ্গে তার দপ্তরে সাক্ষাত করতে গেলে প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন মালয় প্রতিরক্ষামন্ত্রী।
এছাড়া আলোচনায় দু’দেশের দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে এবং মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সমস্যা- সম্ভাবনা নিয়ে ও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল মো. রইস হাসান সারোয়ার ও শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিতরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু রাষ্ট্রদূতকে প্রতিরক্ষা বিভাগের ক্রেস্ট প্রদান করেন। প্রতিরক্ষামন্ত্রী ১১ জুলাই দু’দিনের সফরে বাংলাদেশে আসবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ