পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোটা সংস্কার আন্দোলনের কারনে পুলিশের হাতে আটককৃতদের মুক্তি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে গতকাল ঢাকা বিশ^বিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা। রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ ব্যানার নিয়ে রাজু ভাস্কর্য হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। রোকেয়া ও শামসুন্নাহার হলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে অন্যান্য শিক্ষার্থীরাও। বিক্ষোভ মিছিলে ছাত্রীরা ‘আমার ভাই জেলে কেন?’ ‘ক্যাম্পাসে হামলা কেন?’ ‘হামলাকারীদের বিচার চাই’ ইত্যাদি শ্লোগান দেন।
এর আগে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, নেতাদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদ সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিশ^বিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরা হল প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে। এ সময় ছাত্রীরা ‘ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, আমার বোন লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই রিমান্ডে কেন, প্রশাসন জবাব চাই, ইত্যাদি ¯েøাগান দেন।
এসময় বিক্ষুদ্ধ ছাত্রীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক দাবি। এই আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগ নগ্নভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে, নারীদের নিপীড়ন করে। আমরা আন্দোলনে আটকৃতদের মুক্তি ও ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তি চাই।
অপরদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদ জানিয়ে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিশ^বিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এই মানববন্ধনে অংশনেন বিশ^বিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কোটা সংস্কারের নামে কিছু শিক্ষার্থী অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আন্দোলনে এখন সাধারণ শিক্ষার্থী নেই। এ জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করছে। তাদের প্রতিরোধ করতে হবে।
ঢাবির ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে হোম ইকোনমিক কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রীরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেয়া এক ছাত্রীকে পরিচয় জিজ্ঞেস করলে তিনি প্রথমে নিজেকে ঢাবির রোকেয়া হলের আবাসিক ছাত্রী বলে পরিচয় দেন। তারপর কত নম্বর রুমে থাকেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে আমরা ইডেন কলেজের ছাত্রী। আপুরা ডাকছে, তাই আসছি।’ নাম ও বিভাগ জানতে চাইলে এ ছাত্রীকে কথা বলতে বাধা দেন মানববন্ধনে অংশ নেয়া অন্যান্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।