Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ হাজার টাকা মজুরির দাবি গার্মেন্টস শ্রমিকদের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে শোভাযাত্রা, সমাবেশ ও মানববন্ধন করেছে তিনটি শ্রমিক সংগঠন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে হাইকোর্ট ও তোপখানা রোড ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেয়জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডবিøউএফ), বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শ্রমিক নেতা আমিরুল হক আমিন বলেন, মজুরি বোর্ড গঠনের প্রায় ছয় মাস হতে চলছে। এ মাসের ২৯ তারিখ ৬ মাস পূর্ণ হবে। এর মধ্যেই নূন্যতম মজুরি বোর্ড কার্যকর হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি মিটিং হয়েছে। দ্বিতীয় মিটিংয়ের সময় নির্ধারণ করেও তা স্থগিত করা হয়েছে। তাই আমরা আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা রাজপথেও আছি।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িভাড়া বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ, মাথাপিছু জাতীয় আয়, দারিদ্রসীমা, পার্শ্ববর্তী দেশের শ্রমিকদের মজুরি, দেশের অর্থনৈতিক গতিশীলতা এবং সর্বোপরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের কথা বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরির দরকার।
তারা বলেন, মালিক পক্ষ ও সরকারের বিবেচনা করা উচিত, যে শ্রমিকদের জীবনমানের সঙ্গে উৎপাদন এবং পণ্যের মান সম্পর্কিত। অভুক্ত ও অর্ধাহার শ্রমিকদের দিয়ে অধিক উৎপাদন ও গুণগত উৎপাদন আশা করা অলীক।
এ সময় গার্মেন্টস শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের জন্য সরকার, বিজিএমইএ এবং বায়ারদেরকে এগিয়ে আসার আহŸান জানান শ্রমিক নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্মেন্টস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ