গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বাড্ডা এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে।
নিহত দুজন হল নূর ইসলাম ও অমিত। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। দুজনের বয়স ৩০ বছরের বেশি।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের উপকমিশনার মশিউর রহমান জানান, বাড্ডার সাঁতারকুল এলাকায় বন্দুকযুদ্ধে দুজন নিহত হন। বাড্ডা এলাকার ডিশ ব্যবসায়ী ফরহাদ হোসেন হত্যা মামলার সঙ্গে নিহত ব্যক্তিরা জড়িত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সকালে দুই ব্যক্তির লাশ বাড্ডা থানার পুলিশ মর্গে রেখে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।