বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের সিংড়ায় জোড়মলিকা ব্রীজের উত্তরে রাসেল (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ।নিহত রাসেল জোড়মলিকা গ্রামের উমেদ আলীর পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
পারিবারিক স‚ত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় গ্রামের চা স্টলে বসে আড্ডা দেয়। রাত ৯ টার দিকে তাকে তার মা ফোন দেয়, কিন্তু ফোনে টাকা শেষ হওয়ায় আর কথা বলা হয়নি। পরে রাতে বৃষ্টি আসায় বিশ্বকাপ খেলা দেখে বাড়ি আসবে মনে করে ঘুমিয়ে পড়ে।
সকালে ছেলের ফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে, পরে সকাল ৯ টার দিকে জমিতে যাবার সময় এক কৃষক দেখে খবর দেয়। খবর পেয়ে লাশ সনাক্ত করে কান্নায় ভেঙ্গে পড়ে নিহতের পরিবার।
শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল জানান, ঘটনা শুনে সেখানে যাই, নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। আশা করি দ্রæত মুল ঘটনা বেরিয়ে আসবে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।