Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ইস্যুতে চীন থাকলে সমাধান সহজ হবে -জমিয়তে উলামায়ে ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, একা বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব নয়। মিয়ানমারের সেনাবাহিনী হত্যা ও নির্যাতনের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাদেরকেই রোহিঙ্গাদের নাগরিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটাই সমাধানের একমাত্র পথ।
গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের একটি চুক্তিও হয়েছে। কিন্তু মিয়ানমার সে চুক্তি বাস্তবায়নে টালবাহানা করে যাচ্ছে। তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সব স¤প্রদায়কে সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে চীন যথাযথ ভূমিকা পালন করলে সমাধান সহজ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ