মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেনিয়ায় নিহত ৯
ইনকিলাব ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবীর দক্ষিণ-পূর্বে একটি মহাসড়কে বুধবার ট্রাক ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নয়জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। সিনহুয়া।
মুম্বাইয়ে হতাহত ৩
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় মুম্বাই নগরীতে হাউজিং সোসাইটির একটি সীমানা প্রাচীর ধসে এক ব্যক্তি নিহত ও দু’জন আহত হয়েছে। প্রবল বর্ষণের কারণে দেয়ালটি ধসে পড়ে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান। তারা আরো জানান, থানির পাটলিপাদা এলাকায় ৩০ ফুট লম্বা সীমানা প্রাচীরটি সোমবার রাতে কমপক্ষে চারটি বাড়ির ওপর ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। সিনহুয়া।
৫ জনের প্রাণহানি
ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরের ব্রারারিমার্গে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। তীর্থযাত্রীদের একটি দল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান অমরনাথ মন্দিরে যাচ্ছিলো। ভারতের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। অমরনাথ মন্দিরের যাত্রাপথে হঠাৎ নেমে আসা হড়কা বানে ভূমিধসে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এনডিটিভি।
মোবাইলে নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে চীনের মোবাইল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের জন্য বেইজিংয়ের করা একটি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মার্কিন বাণিজ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডেভিড রেডল বলেছেন, চীনা মোবাইল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। চীনা কোম্পানিগুলোর সঙ্গে আলাপ করেও এটা সমাধান করা যায়নি। ফলে চীনের মোবাইলগুলো নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নিতে হচ্ছে। রয়টার্স।
দেবে না অস্ট্রেলিয়া
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পুনর্গঠন এবং উন্নয়নের জন্য দেশটিকে সরাসরি অর্থ সহযোগিতা না দেয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের মাধ্যমে এই অর্থ দেয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। প্রতি বছর ৭৫ লাখ ডলারের অর্থ সহায়তা দিয়ে আসছিল অস্ট্রেলিয়া। গত মার্চেই আইন পাস করে ফিলিস্তিনকে কিছু আর্থিক সহায়তা দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটি জানিয়েছে, ওই অর্থ ইসরাইলের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা নিহত বা কারাবন্দি হয়েছেন, তাদের পরিবারের পেছনে ব্যয় করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনও তা অস্বীকার করেনি। বরং তারা বলেছে, নিরীহ মানুষদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ডয়চে ভেলে।
কফি ১০ লাখ টাকা
ইনকিলাব ডেস্ক : এক কাপ কফি ১০ লাখ টাকা! বিষয়টি দেখে আপনি হতবাক হলেও এমন ঘটনাই ঘটে চলেছে ভেনেজুয়েলায়। শুধু কফি নয়, অন্যান্য জিনিসপত্রের দামও একই হারে বেড়েছে। ভেনেজুয়েলায় কম বেতন পাওয়া একজন শ্রমিকের এখন যে আয় তা দিয়ে তিনি মাত্র ৫ কাপ কফি খেতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম বøুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতি বিরাজ করছে। ২০১৭ সালে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৪৩ হাজার ৩৭৮ শতাংশ। মুদ্রাস্ফীতির ফলে দেশটিতে দ্রব্যমূল্য দ্রæত বাড়তে থাকে। ফলে নতুন টাকা ছাপা হয় দ্রæত। এতে মহাসঙ্কটে পড়েছে দেশটির সাধারণ মানুষ। ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভার। সেখানকার ১০ লাখ বলিভারের মূল্য বাংলাদেশি টাকায় ৭৩৪ টাকা। বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।