বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবিলম্বে ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের পুলিশী হয়রানী বন্ধ করে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবী জানিয়েছে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে বিগত জাতীয় নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যেতে পারিনি। খুলনা ও গাজীপুরে নির্লজ্জ ভোট ডাকাতি গণতন্ত্র ও ভোট ব্যবস্থাকে আস্থাকুড়ে নিক্ষিপ্ত করেছে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আজ অন্যতম স্বৈরতান্ত্রিক দেশ। গতকাল (মঙ্গলবার) বিকেলে দলীয় কার্যালয়ে মতিঝিল থানা লেবার পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইরান বলেন, আওয়ামী লীগ ফ্যাসীবাদী কায়দায় কোটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ নামধারী ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আইন শৃংখলাবাহীর সামনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাÐ ও বর্বর আক্রমণে দেশবাসী হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।