Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

ঝালকাঠির রাজাপুরে মো. খায়রুল আলম সুমন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৯ পিস ইয়াবাসহ বরিশাল র‌্যাব-৮ আটক করে। গত সোমবার বিকেল ৫টায় উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মরহুম লেহাজ উদ্দিন হাফিজিয়া নুরানী মাদরাসা মসজিদের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে সময় তাকে আটক করা হয়। মো. খায়রুল আলম উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আ: খালেক খলিফার ছেলে। রাজাপুর থানা পুলিশ জানায়, বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মো. আমজাদ হোসেন তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজাপুর থানা এলাকায় বিশেষ টহল ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন তারাবুনিয়া মরহুম লেহাজ উদ্দিন হাফিজিয়া নুরানী মাদরাসার মসজিদের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় সুমনকে গ্রেফতার করলেও মো. আলামিন (৪২) পালিয়ে যায়। মো. আলামিন উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত ছাত্তার হাওলাদারের ছেলে। এ সময় মো. খায়রুল আলম সুমনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাতে বরিশাল র‌্যাব-৮-এর ডিএডি মো. আমজাদ হোসেন রাজাপুর থানায় উপস্থিত হয়ে আটককৃত সুমন ও পলাতক মো. আলামিনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গতকাল মঙ্গলবার সুমনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ