Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন ২১০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

গত সোমবার রাতভর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। যার ফলে লেকের চারদিক কানায় কানায় ভরে গেছে। পানি বৃদ্ধিতে লেকের তীরবর্তী বহু বসতভিটা ডুবে গেছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্প্রিলওয়ের ১৬ সøুইস গেট আধা-ফুট করে গতকাল (মঙ্গলবার) সাড়ে ১২টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। পানির অবস্থা বুঝে পরবর্তী আরো বাড়ানো হতে পারে বলে বিউবো সূত্রে জানা যায়। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, পানি বৃদ্ধির ফলে বর্তমান পানির লেভেল রয়েছে (১০২.২৩ এমএসএল) পরিমাণ। দীর্ঘদিন ২ নম্বর বিদ্যুৎ ইউনিট বন্ধ থাকার পর (সোমবার) রাত থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে আনা হয়েছে। বর্তমানে পাঁচটি ইউনিট চালু থাকায় একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১০ মেগাওয়াট। এদিকে বর্ষণ হওয়ার দরুণ প্রতিনিয়ত লেকের পানি বৃদ্ধি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাই


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ