Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাঁই উৎসব

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঐতিহ্যবাহী চিংমং প্রতিবছরের ন্যায় এবারও ক্ষুদ্র্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান খাইসাঅং মারমার সভাপতিত্বে পুরাতনের সকল ব্যাথা গ্লানি ধুয়ে মুছে পিছনে ফেলে জল ছিটিয়ে গতকাল সকাল ১১টায় চিংমং মাঠে তিনদিন ব্যাপী মেলা এ উৎসব সম্পন্ন করা হয়। উপজাতীয় সম্প্রদায়ের তরুন-তরুনী নেচে-গেয়ে একে অপরে পানি ছিটিয়ে এ সাংগ্রাঁই (জল) উৎসব পালনকরে। চিংমং উদযাপন কমিটির আয়োজনে এবার প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন ছৌধুরী, ১৯ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল শহিদুল ইসলাম পিএসসি, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ও কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলমসহ প্রমুখ। বক্তব্য রাখেন সাংগ্রাঁই জল উদযাপন কমিটির সদস্য সচিব ক্যজহলা মারমা, হেডম্যান কোচসং মারমা ও ফাইসু অংমারমাসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রতিবছর আমরা পিছনের সব দুঃখ,ব্যাথা বিবেদ ভুলে নতুন বছরকে পানি ছিটিয়ে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে নতুন একটি বছরকে বরণ করে নেই। এটাই হল তিন পার্বত্য জেলার বড় জল উৎসব আথ্যাৎ সাংগ্রাঁই জল উৎসব। উৎসব দেখার জন্য বিভিন্ন জেলার দূর-দুরান্ত হতে হাজার, হাজার মানুষ জড়ো হয়। উক্ত উৎসবে উদযান কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাই


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ