Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়া খেলার দ্বন্দে ভ্যানচালক হত্যা গ্রেফতার ৫

সাভার থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

জুয়া খেলাকে কেন্দ্র করে দ্ব›েদ্বর জের ধরে ভ্যানচালক নয়ন মিয়াকে হত্যা করা হয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতারকৃতরা। এ হত্যাকাÐের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ মো. সগির হোসেন, আবুল কালাম, সোহান হাওলাদার, আনিস হোসেন ও মো. লাবু। তারা সবাই আশুলিয়ার কুরগাঁওয়ের বস্তিতে বসবাস করে আসছিল। এদের মধ্যে ঘটনার মূল হোতা সগিরকে রোববার দিবাগত গভীর রাতে ও অন্যদের গতকাল মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, নয়ন মিয়া হত্যাকাÐের জের ধরে তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, জুয়া খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাÐ সংঘঠিত হয়েছে। তারা গত ৭ জুন দিবাগত রাতে জাতীয় স্মৃতিসৌধের বাইরে পেছনের একটি খোলা জায়গায় জুয়া খেলছিল। এসময় নয়ন মিয়ার সঙ্গে সগির হোসেনের দ্ব›েদ্বর সৃষ্টি হয়। তখন নয়ন মিয়া সগিরের মানিব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে তারা নয়নকে ধরে ইট দিয়ে আঘাত করে হত্যার পর লাশটি ফেলে পালিয়ে যায়। এরা সবাই সাভার আশুলিয়ার বিভিন্ন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত বলেও জানা গেছে।
তিনি জানান, রোববার দিবাগত গভীর রাতে মূল হোতা সগিরকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে মঙ্গলবার ভোরে আশুলিয়ার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত; গত ৮ জুন সাভারে জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভেতর মূল স্তম্ভ থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে দক্ষিণ-পশ্চিম কর্নারে কচুক্ষেত থেকে ভ্যানচালক নয়ন মিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় একটি হত্যা মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ