Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ স্ত্রী, ১৪৯ সন্তান ব্লাকমোরের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

 যুক্তরাষ্ট্রে একাধিক স্ত্রী রাখার দায়ে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিমকোর্টের এক বিচারপতি। বহুবিবাহের দায়ে ওই দুই ব্যক্তিকে শর্তসাপেক্ষে কারাদÐ দিয়েছেন আদালত। এর মধ্যে উইন্সটন বøাকমোর নামে এক ব্যক্তি ২৪ স্ত্রী ও জেমস অলার নামের অন্য আরেকজন ব্যক্তি ৫ স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম জানায়, ২৪ স্ত্রী রাখার দায়ে উইন্সটন বøাকমোরকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশে বলা হয়েছে, গৃহবন্দি থাকালীন তিনি কাজের জন্য বাইরে যেতে পারবেন এবং চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়া ৫ স্ত্রী রাখার দায়ে আদালত জেমস অলারকে তিনমাসের গৃহবন্দির আদেশ দিয়েছেন। পাশাপাশি উভয়ই ১২ মাসের প্রবেশন সময়ের মুখোমুখি হতে হবে। বিচারক শেরি এ্যান ডোনেগান বলেন, ‘যদিও উভয়ই কঠোর পরিশ্রমী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারপরও মুক্তি তাদের জন্য যথেষ্ট নয়। কারণ, তাদের অপরাধ গুরুতর। তাদের বিবাহিত স্ত্রীদের মধ্যে অনেকের বয়স ১৫ বছরের নিচে। বøাকমোর (৬১) প্রসঙ্গে বিচারক বলেন, তার আচরণ দিয়ে সে এটা বুঝিয়ে দিয়েছে যে, কোনো দÐাজ্ঞাই তাকে তার বিশ্বাসের চর্চা থেকে ফেরাতে পারবে না। তার ১৪৯ সন্তান রয়েছে! এতেই বোঝা যায় অনুশোচনার বিষয়ে তার মনোভাব কী? অলার প্রসঙ্গে তিনি বলেন, শৈশবে অর্জিত ধর্মীয় বিশ্বাসই তাকে এ পথে পরিচালিত করেছে।’ আদালতের আদেশে বøাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে বলা হয়েছে; যেখানে অলারকে করতে হবে ৭৫ ঘণ্টা। বøাকমোরের আদেশ যখন পড়ে শোনানো হয়, তখন আদালতে তার বেশ কিছু সমর্থক উপস্থিত ছিলেন। মিরর, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ