Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অভিনয়’ করছেন শুনে ক্ষিপ্ত নেইমার

প্রসঙ্গ : ব্রাজিল-মেক্সিকো ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ৫:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত জয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক নেইমার। কিন্তু এরপরও তাকে সইতে হচ্ছে বিদ্রুপের বিষাক্ত তীরের যন্ত্রণা। বিদ্রুপটা তার ‘অভিনয়’ নিয়ে।

ম্যাচের ৭২তম মিনিটে ঘটে সেই ঘটনা। ফাউলের শিকার হলে দুই পায়ের ফাঁকে বল আটকে রেখেছিলেন নেইমার। বল নিতে এসে বুটের ডগা দিয়ে নেইমারের ডান পা আলতো মাড়িযে দেন মিগেল লাইয়ুন। সঙ্গে সঙ্গে ছটফট করা শুরু করে দেন নেইমার। এমন দৃশ্য দেখে ব্রাজিল সমর্থকদের মনে কাঁপুনি ধরাটাই স্বাভাবিক। অথচ পরে কোন সমস্যা ছাড়াই পুরোটা সময় খেলেছেন নেইমার।

নেইমারের এই ঘটনায় বিবিসি ধারাভাষ্যকার কনর ম্যাকনামারা বলেন, ‘সে এমনভাবে গড়াগড়ি দিচ্ছিল যেন তাকে কুমিরে কামড়েছে, যেন একটা অঙ্গ হারিয়ে ফেলেছে।’ আর মেক্সিকো কোচ ওসোরিও বলেন, ‘দূর্ভাগ্য ও লজ্জার বিষয় হল একজন ফুটবলারের জন্য আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে। এই খেলাটা শক্তিশালী মানুষদের খেলা। ব্যক্তির খেলা। কিন্তু এখানে এত এত অভিনয় সত্যি মানা যায় না।’

ওসোরিওর কথায় বিরক্ত নেইমার বলেন, ‘এটা আমার ভাবমূর্ত্তি নষ্ট করার চেষ্টা ছাঙা অন্য কিছু না।’ ক্ষিপ্ত ব্রাজিলীয় তারকার আরও বলেন, ‘এই সব সমালোচনাকে আমি পাত্তা দিই না। কারণ এগুলো নিয়ে ভাবলে একজন খেলোয়াড়ের খেলায় তার প্রভাব পড়ে। শেষ দুটো ম্যাচের পরে আমি কথা বলিনি কারণ, অনেকে মিলে বড্ড বেশি কথা বলছিল আর উত্তেজিত হচ্ছিল। জানি না এ সব লোক দেখানো কি না। এখানে এসেছি সতীর্থদের নিয়ে ম্যাচ জিততে। অন্য কিছু করতে নয়।’

নেইমারের বিরুদ্ধে অভিযোগ, বার বার তিনি মারাত্মক আহত হওয়ার ‘অভিনয়’ করেন। ব্রাজিলের কোচ তিতেও এই ধরনের কথাকে গুরুত্ব না দিয়ে বলেছেন, ‘ঘটনার ভিডিয়ো দেখুন। তখন দেখবেন আপনাদের কিছুই বলার থাকবে না।’ বোঝাই যাচ্ছে তিতে রেফারির পক্ষে কথা বলছেন। কিন্তু মেক্সিকো কোচ ওসোরিয়ো ঠিক উল্টোটা মনে করছেন। তাঁর বক্তব্য, ‘রেফারি পুরোপুরি ব্রাজিলের হয়ে খেলেছে।’

নেইমার কিন্তু এসব বিতর্ক এড়িয়ে মেক্সিকোর প্রশংসাই করেছেন, ‘আমাদের যন্ত্রণা সহ্য করতে হবে। তা থেকে শিখতেও হবে। কঠিন একটা ম্যাচ আমরা খেললাম। ভাল করেই জানতাম বিপক্ষ দলের ক্ষমতার কথা। সত্যিই মেক্সিকো দারুণ দল!’

নেইমার তো এদিন আপন আলোয় উজ্জ্বল ছিলেনই, তবে বিশেষ নজর কাড়েন উইলিয়ান। তবে নেইমার পুরো ব্রাজিল দলকেই কৃতিত্ব দিলেন, ‘এখানে আমরা জিততে এসেছি। আশা করি আমার খেলাও ক্রমশ ভাল হবে। জানতাম নিজেকে ফিরে পেতে আমার খেলার জন্য আর একটু জায়গার দরকার হবে। আজকের পরে সত্যিই অনেকটা ভাল লাগছে। মনে হচ্ছে ছন্দ ফিরে পাচ্ছি। তবে পুরো দলের খেলাই আমাকে তৃপ্তি দিয়েছে। সবাইকে অভিনন্দন। আমরা সবাই আরও ভাল খেলছি। এটাই সব চেয়ে বড় কথা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ