বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
রাশিয়া বিশ্বকাপে ঠিক নিজের মানের খেলাটা খেলতে পারেননি ইরানের স্ট্রাইকার সারদার আজমুন। আসর থেকে দেশটি বাদ পড়ার পর ইনস্টাগ্রামে তাকে সমালোচকরা একেবারে ধুয়ে দিয়েছিলেন। সরাসরি বললে গালাগালিতে ভরিয়ে দিয়েছেন। আর এমন অপমান সহ্য করতে না পেরে মাত্র ২৩ বছর বয়সেই অবসরের ঘোষণা দিলেন ‘ইরানের মেসি’ খ্যাত এ তারকা।
ইরানের হয়ে গ্রুপ ‘বি’ থেকে আজমুন তিনটি ম্যাচের পুরো সময়ই মাঠে ছিলেন। তবে সবচেয়ে ভরসার এই তারকার কাছ থেকে কোনো গোল আসেনি। তাইতো তার বিরুদ্ধে এমন সমালোচনা।
রাগে-ক্ষোভে হঠাৎই অবসরের ঘোষণা দিলেও আজমুন কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ছেলের প্রতি সমর্থকদের গালাগালি দেখে মায়ের অসুস্থতা নাকি আরও বেড়েছে!
এদিকে ইরানের আরেক স্ট্রাইকার রেজা গুচান্নেজহাদও অবসর নিয়েছে। তবে বিশ্বকাপে ইরানের হয়ে একটাও ম্যাচ না খেলতে পারা এই তারকার বয়স হয়েছে ৩০। কিন্তু আজমুনের এমন সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। ইরানের ইতিবাচক সমর্থকদের আশা, আজমুনের রাগ কমলে আর তার মা একটু সুস্থ হলেই নিজের সিদ্ধান্ত বদলাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।