Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালাইনাশকের নিয়ন্ত্রিত ব্যবহারে আইন পাস

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ৬:০৪ পিএম


 কৃষি উপকরণ বালাইনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার ও সঠিক মাত্রায় প্রয়োগ নিশ্চিত করতে জাতীয় সংসদে উত্থাপিত ‘বালাইনাশক (পেস্টিসাইডস) বিল, ২০১৮’ পাস হয়েছে। গতকাল সোমবার সংসদের অধিবেশনে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এরআগে গত ৫ ফেব্রæয়ারি বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনঃউৎপাদন বিক্রয় বিতরণ ও ব্যবহার নিয়ন্ত্রণসহ আনুসাঙ্গিক বিষয়ে বিধানের প্রস্তাব করে বিলটি সংসদে উত্থাপন করেন মতিয়া চৌধুরী। পরে তা পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১২ এপ্রিল কমিটির সভাপতি মো. মকবুল হোসেন বালাইনাশক বিলের রিপোর্ট সংসদে উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। বিলে বলা হয়েছে, বিদ্যমান ইংরেজি ভাষায় প্রণীত ‘পেস্টিসাইড অর্ডিন্যান্স, ১৯৭১’ রহিত করে কয়েকটি সংশোধনীসহ আইনটি বাংলায় প্রণয়ন করা হয়েছে। দেশে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষিকাজে বালাইনাশকের আমদানি, উৎপাদন, তৈরি, বিক্রয়, বিতরণ, ব্যবহার ও আনুষঙ্গিক বিষয়ে নিয়ন্ত্রণের জন্য আইনটির প্রয়োজন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০০০ সালের ৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে দেশে প্রচলিত সব আইন বাংলায় রূপান্তরের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে সংশোধন ও পরিমার্জনক্রমে নুতন আইন আকারে বাংলায় রূপান্তর করতে বিলটি পাস করা প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ