মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ায় মাত্র ২৫ বছরের যুবক সাইদ সাদিক সাইদ আবদুল রহমান মন্ত্রীত্ব পেয়েছেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সের মন্ত্রী। গতকাল সোমবার যুব ও ক্রীড়ামন্ত্রী পদে তিনি শপথ নিয়েছেন। এশিয়া নিউজ নেটওয়ার্ক গতকাল এই খবর দিয়ে বলেছে, সাইদ সাদিক রাজনীতিতে সক্রিয় থাকর জন্যই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তিও প্রত্যাখান করেছিলেন। তার রাজনীতির গুরু হচ্ছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ।
সাইদ সাদিক ২৫ বছর বয়সে মন্ত্রী পদে নিয়োগ পাওয়ায় দেশটির সকল মহলেই প্রশংসিত হচ্ছেন। প্রশংসার পাশাপাশি অল্প বয়সে মন্ত্রীত্ব পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজকর্ম তিনি চালানোর মতো যোগ্য কিনা তা নিয়ে সমালোচনাও হচ্ছে। সাইদ সাদিক সমালোচনায় নিশ্চুপ থাকেননি। তিনি বলেছেন, সমালোচনা কাজের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আর যে মন্ত্রণালয় দেওয়া হয়েছে সেখানে তিনি কাজের মাধ্যমেই সমালোচনার জবাব দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।