Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসচাপায় জাবির সাবেক শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কালশী ফ্লাইওভারে বাসের চাপায় শাহরিয়ার সৌরভ ওরফে সেজান (২৮) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহরিয়ার জাবির ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হলপাড়ায়। তিনি ‘টিচ ফর বাংলাদেশ’ নামে একটি সংগঠনে ফেলোশিপ করছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) তাপস কুমার দাস বলেন, ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালশী ফ্লাইওভার থেকে মোটরসাইকেল চালিয়ে নিচে নামার সময় হোটেল র‌্যাডিসন বøুর কাছে বসুমতী নামে একটি বাস শাহরিয়ারকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়লে অপর একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থীনয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরিয়ারের বন্ধু আদনান খায়রুল্লাহ জানান, কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে ৩ টায় জানাজা সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁওয়ে লাশ দাফন করা হবে। আদনান খায়রুল্লাহ আরও বলেন, বছরখানেক হলো শাহরিয়ার বিয়ে করেছেন। স্ত্রী ছাড়া তার পরিবারে বাবা-মা ও এক বোন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ