বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জে সন্ত্রাসীরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে ইটভাটা মালিককে। গতকাল রোববার দুপুরে শহর থেকে ৫ কি:মি: দক্ষিণ পশ্চিমে নড়াইল জেলার নড়াগাতী থানার চরসিংগাতী গ্রামে ইটভাটার পাশের সড়কের উপর এ ঘটনাটি ঘটে। নিহত আসাদুজ্জামান টিটো শরীফ শরীফ ব্রিকসের মালিক ও পাচুড়িয়া এলাকার মোঃ আয়েজ উদ্দিন শরীফের ছেলে। ভাটা মালিকের বডিগার্ড দুলাল জানিয়েছেন রোববার সকালে টিটো শরীফ শ্রমিক দিয়ে ওই জমিতে সীমানা বেড়াসহ অন্যান্য কাজ করেন। দুপুর ১২ টার কিছু পরে মোটরসাইকেলে করে ওই জমি থেকে গোপালগঞ্জ শহরে রওনা দেন। তার ভাটার সামনে ওৎ পেতে থাকা পলাশ চৌধুরী, সেন্টু চৌধুরী, নতুন চৌধূরী, বক্কার চৌধূরী, রফিকুল ও আব্দুল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী টেটাবিদ্ধ করে তাকে মোটর সাইকেল থেকে ফেলে দেয়। পরে তাকে এলোপাথারি কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চত করে। নিহতের ভাই আশিকুজ্জামন শরীফ বলেন, আমার ভাইকে পলাশের নেতৃত্বে সন্ত্রাসীরা গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ইটভাটা মালিককে হত্যাকরে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের নাম পেয়েছি। নড়াইল পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি। জড়িতদের নাম ঠিকানা দিয়েছি। গোপালগঞ্জ ও নড়াইল পুলিশ আসামিদের ধরতে যৌথ অভিযান শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।