Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই প্রার্থীর মনোনয়ন বাতিল : বৈধ ৬

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বিশেষ সংবাদদাতা, বরিশাল : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির দুজন প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর ফলে আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে মহাজোটের ও ২০দলীয় জোটের দুজনসহ মোট ৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। ঋণ খেলাপীর কারনে ইকবাল হোসেন তাপস ও মিথ্যা তথ্যের অভিযোগে বশির আহমদ ঝুনুর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
তবে গতকাল বিকেল পর্যন্ত ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে কারো প্রার্থীতা বাতিল হয়নি। আজ সকাল থেকে অবশিষ্ট ১৫টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মনোয়নপত্র বাছাই শুরু হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই-এর প্রথম দিনে গতকাল সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনের বরিশাল আঞ্চলিক দপ্তরে রিটার্নিং অফিসার মুজিবুর রহমান সহকারী রিটার্নিং অফিসারদের নিয়ে যাচাই বাছাই শুরু করেন। গত ২৮জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৮জন এবং ৩০টি সাধারন ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৪ ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনানয়নপত্র দাখিল করেছিলেন।
গতকাল বাছাই-এর প্রথম দিনে ৮জন মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির দুই প্রার্থীরই প্রার্থীতা বাতিল হয়ে যায়। ফলে মেয়র পদে এখন পর্যন্ত মহাজোটের মূল শরিক আওয়ামী লীগের সাদিক আবদুল্লাহ, ২০দলীয় জোটের মূল শরিক বিএনপি’র এ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুল্লাহ মাহবুব ছাড়াও কমিউনিষ্ট পার্টি, বাসদ ও খেলাফত মজলিসের একজন করে প্রার্থী প্রতিন্দ›িদ্বতায় থাকছেন।
আগামী ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপরে প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি নির্বাচনের প্রচারনা শুরু হবে। তবে কোন কোন প্রার্থী নির্বাচন কমিশনের বিধিমালা উপেক্ষা করে ইতোমধ্যে অস্থায়ী অফিস স্থাপন শুরু করেছেন। কোন কোন অফিসে প্রার্থীসহ জাতীয় নেতবৃন্দের ছবি ঝুলিয়ে কর্মীরা আড্ডাও দিতে শুরু করেছেন। গতকালও মেয়ল পদের দুই জোটের প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠকসহ কুশল বিনিময় করেন। মুজিবুর রহমান সারোয়ার ও সাদিক আবদল্লাহ নির্বাচনী কৌশল নিয়েও ঘরোয়া বৈঠক করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ