Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হোন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

দুর্নীতির নেশায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। দেশের শীর্ষ পর্যায়ের মানুষরাই এই দুর্নীতির আগ্রাসনে দলভুক্ত। যেসব ব্যক্তির নাম দুর্নীতিতে ধরা পড়ছে, তাদের নাম আসাটা কেউ কল্পনাই করতে পারে না। কারণ তারা দেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত। এসব দুর্নীতিবাজ একদিকে যেমন শিক্ষাকে কলঙ্কিত করছে, অন্যদিকে দেশটাকেও কলঙ্কিত করছে। দেশের উনন্ননেও বড় বাধা সৃষ্টি করছে। এসব দুর্নীতিবাজ দেশ, জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর হতেই হবে। দিতে হবে কঠিন শাস্তি। কিন্তু দুদকের বর্তমান ভূমিকায় দেশের মানুষ আশার আলো দেখতে পাচ্ছে না। দুর্নীতিবাজদের ধরেও কঠিন কোনো শাস্তির ব্যবস্থা করতে পারছে না। অনেককেই রাজনৈতিক ছত্রছায়ার কারণে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। প্রভাবশালীদের কারণে দুর্নীতিবাজ হয়েও কেউ কেউ দুদক থেকে সততার সনদ পেয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাংক দুর্নীতির সংখ্যা এতটাই বেড়েছে যে, যা কোনোভাবেই থামাতে পারছে না। তাই আসুন দেশকে দুর্নীতিমুক্ত রাখতে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করি। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করি এবং মনে-প্রাণে ঘৃণা করি। 

মো. আজিনুর রহমান লিমন
আছানধনী মিয়াপাড়া, ডিমলা, নীলফামারী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন