গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
‘নো ফুল স্টপ অন ড্রিমিং’ ¯েøাগান নিয়ে দেশব্যাপী যাত্রা শুরু করেছে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ এবং সহায়তা কার্যক্রমের ‘কোচ কাঞ্চন ইন্সটিটিউট’। গতকাল (শুক্রবার) রাজধানীর মেরুল বাড্ডায় এক জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া এন্ড ফিল্ম স্টাডিজের বিভাগীয় প্রধান ডঃ নুরুল ইসলাম বাবুল, আইসিটি বিভাগের সহকারী পরিচালক রিশাদ আহমেদ এবং কোচ কাঞ্চন ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, কোচ কাঞ্চন ইন্সটিটিউট তরুণ সমাজের দক্ষতা বৃদ্ধি করতে সকল ধরণের প্রশিক্ষণ, কর্মশালা ও গ্রæমিং সেশন এর মাধ্যমে বিভিন্ন প্রকার অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ চালু করা হলো যেন আমাদের তরুণ সমাজ কারো কাছে বোঝা না হয়ে সকলের সম্পদ রূপে পরিণত হয়।
তিনি বলেন, আমাদের মিশন হচ্ছে বর্তমান প্রজন্মের যুব সমাজকে সহযোগিতার মাধ্যমে তাদের পরিচিত গÐি থেকে বের করে এমন একটি শক্তিশালী, দক্ষ এবং স্বশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করা যেন সে কারো উপর নির্ভরশীল না থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।