Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

 আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে। এরপরই ট্রাইব্যুনাল বসবে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন বর্তমান ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি আমির হোসেন ও অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবু আহমেদ জমাদার। স¤প্রতি আবু আহমেদ জমাদারকে হাই কোর্টে বিচারপতি নিয়োগ দেয়ায় ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে কে হচ্ছেন পুনর্গঠিত ট্রাইব্যুনালের নতুন বিচারক তা জানান নি তিনি।
তিনি আরো জানান, এখন ট্রাইব্যুনালে কিছু মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটা মামলা রায়ের জন্য প্রস্তুত আছে। পরে মন্ত্রী বর্ধিত সভায় যোগ দেন। সভায় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক রাশেদুল কাউসার, জি এম হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ