মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজে মার্কিন বিমান হামলাকে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে পেন্টাগন। এই হামলাকে ‘ট্র্যাজিক স্ট্রাইক’ আখ্যায়িত করে ইউএস সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটেছে। তিনি আরও জানান, কর্মীদের ত্রুটির কারণে এই ঘটনা ঘটলেও এর প্রেক্ষিতে কাউকে অভিযুক্ত করা হবে না। কেননা এই ত্রুটি অনিচ্ছাকৃত ছিলো। নিহতদের মধ্যে রয়েছেন হাসপাতাল কর্মীদের অনেকেই। তিনি বলেন, তদন্তে দেখা গেছে, এই ঘটনার পেছনে মানুষের ভুল, প্রক্রিয়াগত ত্রুটি ও কারিগরি ত্রুটিই ছিল প্রধান কারণ। কর্মকর্তারা কেউই জানতেন না তারা একটি হাসপাতালে হামলা চালাতে যাচ্ছেন। প্রসঙ্গত, আফগানিস্তানের কুন্দুজে দাতব্য সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্ট্রিয়ার্স (এমএসএফ) পরিচালিত হাসপাতালে বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ৪২ জনের প্রাণহানি ঘটে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।