Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নবীনগর আ’লীগ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফুল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় মুক্তিযোদ্ধা মো. আউয়াল মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত ফুল মিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এবং নবীনগর পূব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মামলার বাদি পক্ষের আইনজীবী সৈয়দ তানভীর জানান, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান সোহাগ মামলাটি গ্রহণ করেছেন। এ মামলাটি পরবর্তীতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। জেলা আ’লীগের সাংস্কতিক সম্পাদক ও উপজেলা আ’লীগের সদস্য অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, মুক্তিযুদ্ধের সময় বাড়ি দখলসহ নানা অপরাধমুলক কাজে তিনি জড়িত ছিলেন। দেশ স্বাধীনের পর ফুল মিয়া থানায় আত্মসমর্পন করে জেলও খেটেছেন। তবে তাকে উপজেলা আ’লীগ বহিস্কার করেছিল বলে দাবি করেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবীনগর আ’লীগ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ