Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষীপুরে সড়ক দুর্ঘটনা হ্রাসে শোভাযাত্রা ও আলোচনা সভা

লক্ষীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

“সাবধানে গাড়ী চালান, নিরাপদে থাকুন” এ ¯েøাগান কে সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার ল²ীপুরে সড়ক দূর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। জেলা বিআরটিএর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) মো: শফিকুল ইসলাম, ল²ীপুর শাখার সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন, ল²ীপুর প্রমুখ।

শিশুধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
ল²ীপুরে ১৩ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী শাওন হোসেনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শাওনকে ফেনী ও তার সহযোগী মো. স্বপনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন স্থানীয় মহাদেবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও স্বপন শাকচর গ্রামের হোসেন আহমদের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, আসমা ও শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৯ জুন রাতে আসমার বাড়ীতে তার মা বাবার অনুপস্থিতে শাওন প্রবেশ করে। এসময় তাকে জোর পূর্বক ধর্ষণ করে শাওন। পরে বিষয়টি জানাজানির ভয়ে আসমাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়। এসময় তাকে সহযোগীতা করেন ওই এলাকার স্বপন। ঘটনার পর তারা পালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করে। আদালতে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ