Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন নিয়ে মার্শা বার্নিকাটের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০১ এএম


গাজীপুর সিটি এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের অনিয়ম, ইসির নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বøুম বার্নিকাট। গতকাল জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের (মার্কিন যুক্তরাষ্ট্র) উদ্বেগ রয়েছে। এই নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, বিরোধী পোলিং এজেন্টকে গ্রেফতার, কোনো কোনো ক্ষেত্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়া, জনগণকে ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়া, অথবা একটি নির্দিষ্ট ব্যক্তিতে ভোট দেওয়ার জন্য বলা, অনেকে আবার ভোট দিতে গিয়ে দেখেছে যে তাদের ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব ও বাজে আচরণসহ একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে নির্বাচনগুলোতে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি, যা ইতিবাচক।
মার্শা বøুম বার্নিকাট বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন কেমন হবে, তার ইঙ্গিত বহন করে সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচন। বাংলাদেশ সরকার সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। প্রত্যাশা করছি, সরকার সেই অঙ্গীকার রাখবে। এক প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করছে। এই সমস্যার শুরু থেকেই যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে। সমস্যার ধরন নিয়েও আমাদের গভীর পর্যবেক্ষণ রয়েছে। তবে রোহিঙ্গা সংকট কঠিন হলেও এই সমস্যার সমাধান সম্ভব।
নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মুক্ত গণমাধ্যমের এবং বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, কার্যকর গণতন্ত্রের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। গণতন্ত্র তখনই উন্নত হয় যখন সকল জায়গায় জনগণের অংশগ্রহণ থাকে। বিরোধী দলের অনেক নেতা গ্রেফতার হয়েছে। শুধু নির্বাচনের আগে নয় বেশ কয়েক বছর ধরেই এমন হচ্ছে। তৈরি পোশাক শিল্প নিয়ে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশে পোশাক খাতের কর্ম পরিবেশ নিয়ে অনেক অগ্রগতি হয়েছে। সামনে আরো অগ্রগতি হবে বলে আশা করি। বিভিন্ন গণমাধ্যম এই ইস্যুতে বছরজুড়েই নেতিবাচক খবর পরিবেশন করে আসছে। সব সময়ে নেতিবাচক খবর পরিবেশন করা উচিত নয়।
বাংলাদেশে নারীর উন্নয়ন, খাদ্য উৎপাদনসহ একাধিক ইস্যুতে উন্নতি করা বিশ্বের জন্য অনুসরণীয় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস একটি বৈশ্বিক সংকট। এই সঙ্কট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। চলমান মাদকবিরোধী অভিযান সম্পর্কে মার্শা বার্নিকাট বলেন, মাদক সকল আইন বিরোধী কাজের উৎস। মাদকমুক্ত সমাজ গড়তে হলে এর মূল হোতাকে (মাদক স¤্রাট) ধরতে হবে। তা না হলে মাদক বিরোধী অভিযান সফল হবে না। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। দুই দেশই অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে চলেছে।



 

Show all comments
  • ২৯ জুন, ২০১৮, ৭:১৭ এএম says : 0
    আমরা হতাশ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ